প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে টটেনহ্যামের হয়ে অবিশ্বাস্য বাইসাইকেল কিকে গোল করে ২০২২ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। ২০২২ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে তার বাইসাইকেল কিক গোল টুর্নামেন্টের সেরা গোলের খেতাব জিতেছিল। এবার প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে একই কায়দায় গোল করে সবাইকে তাক লাগিয়েছেন এই ব্রাজিলিয়ান নাম্বার নাইন।
গত শনিবার (১৬ আগস্ট) প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নিয়েছে গত মৌসুমের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম। ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেছেন রিচার্লিসন, এবং একটি গোল এসেছে গত মৌসুমের টটেনহ্যামের শীর্ষ গোলদাতা ব্রেনান জনসনের পা থেকে।
ম্যাচের ৬০তম মিনিটে রিচার্লিসন তার দ্বিতীয় গোলটি করে সবাইকে চমকে দেন। ডান প্রান্ত দিয়ে দারুণ কারিকুরিতে বল দখলে রেখে ঘানার ফরোয়ার্ড মোহাম্মদ কুদুস তার উদ্দেশে বল বাড়ান। শূন্যে থাকা বলে হাওয়ায় শরীর ভাসিয়ে বাইসাইকেল কিকে বল জালে পাঠান রিচার্লিসন, যা ২০২২ বিশ্বকাপের সেই অসাধারণ গোলের স্মৃতি ফিরিয়ে আনে।
২০২২ সালে টটেনহ্যামে যোগ দেওয়ার পর থেকে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার একাদশে নিয়মিত জায়গা করে নিতে পারেননি। গত মৌসুমে ইংলিশ স্ট্রাইকার ডমিনিক সোলানকি নিয়মিত নাম্বার নাইন পজিশনে খেলায় রিচার্লিসনের সুযোগ আরও সীমিত হয়ে পড়ে। তবে নতুন কোচ থমাস ফ্রাঙ্ক তাকে নতুন করে সুযোগ দিয়েছেন।
কয়েকদিন আগে ইউয়েফা সুপার কাপে পিএসজির বিপক্ষে গোল না পেলেও রিচার্লিসনের পারফরম্যান্স ছিল নজরকাড়া। এবার প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের জাত চিনিয়েছেন তিনি।
আগামী শনিবার (২৩ আগস্ট) ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টটেনহ্যাম। রিচার্লিসনের এই ফর্ম ধরে রাখতে পারলে দলের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারেন তিনি।