টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মরুর দেশে পা রাখা দলটি এখন পুরো মনোযোগ দিয়েছে প্রথম প্রতিপক্ষ হংকংয়ের দিকে। যদিও হংকং তুলনামূলকভাবে ‘সহজ’ প্রতিপক্ষ, তবুও প্রথম ম্যাচ বলে বাংলাদেশ নিয়মিত মুখদের নিয়েই মাঠে নামতে পারে। আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচ শুরু হবে।
টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই আত্মবিশ্বাসকে মাঠের পারফরম্যান্সে প্রতিফলিত করে এশিয়া কাপে দারুণ শুরু করতে চায় তারা।
বাংলাদেশ সম্ভবত দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজাবে। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান দলে থাকছেন নিশ্চিতভাবে, এবং তৃতীয় পেসার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে শেখ মাহেদী ও রিশাদ হোসেন দায়িত্ব পালন করবেন।
ব্যাটিংয়ে টপ অর্ডার নিয়ে দল বেশ নির্ভার। ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ফর্মে রয়েছেন, এবং অধিনায়ক লিটন দাসের ব্যাটেও নিয়মিত রান আসছে। তবে মিডল অর্ডার নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। নিয়মিত চার নম্বরে ব্যাট করা তাওহীদ হৃদয় দীর্ঘদিন ধরে ফর্মহীন। তাকে বাদ দিয়ে নেদারল্যান্ডস সিরিজে দারুণ পারফর্ম করা সাইফ হাসানকে একাদশে ঢোকানোর সম্ভাবনা রয়েছে। ব্যাটিং অর্ডারের বাকি দুটি জায়গা দখল করবেন জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারী। সাইফ ও শামীম একাদশে থাকলে অধিনায়ক লিটন বাড়তি দুটি বোলিং অপশনও পাবেন।
হংকং গত ম্যাচে আফগানিস্তানের কাছে ৯৪ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হেরেছে। তবে বাংলাদেশ দল কোনো ঝুঁকি নিতে চায় না। আগ্রাসী ব্যাটিং ও ক্ষুরধার বোলিংয়ের মাধ্যমে জয় দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করতে মরিয়া তারা।