চীনে চলমান অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশের বালক ও বালিকা দল শীর্ষ চারে জায়গা করে নিয়েছে। বালক বিভাগে সেমিফাইনাল ফরম্যাটে খেলা হলেও বালিকা বিভাগে সুপার ফোর পর্ব চলছে। আজ বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ বালিকা দল স্বাগতিক চীনের কাছে ০-৯ গোলে পরাজিত হয়েছে।
বাংলাদেশের বালিকা হকি দল এই প্রথম অনূর্ধ্ব-১৮ পর্যায়ে কোনো এশিয়ান টুর্নামেন্টে অংশ নিচ্ছে। অভিষেক আসরে সুপার ফোরে উঠতে পারা নিঃসন্দেহে বড় অর্জন। তবে আজকের ম্যাচে চীনের বিপক্ষে বাংলাদেশ দল তেমন লড়াই করতে পারেনি। প্রথম দুই কোয়ার্টারে দুটি করে গোল হজম করে তারা। বিরতির পর তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আরও পাঁচটি গোল খেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের এই অগ্রযাত্রা দেশের হকির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। আশা করা যায়, আগামী ম্যাচগুলোতে তারা আরও ভালো পারফরম্যান্স দেখাবে।