গতকাল রাতে সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দল সুইজারল্যান্ড তেমন সুবিধা করতে পারেনি। আক্রমণ ও বল দখলে স্পেনের কাছে পিছিয়ে ছিল তারা। তবে রক্ষণে সুইসরা স্পেনের বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়ে তুললেও, তা শেষ পর্যন্ত টিকে থাকেনি। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি পেয়েও স্পেনের মারিওনা কালদেনতেই তা কাজে লাগাতে ব্যর্থ হন। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্পেন।
দ্বিতীয়ার্ধে স্পেনের উত্থান
বিরতির পর সুইজারল্যান্ডের প্রতিরোধ ভেঙে পড়ে। ৫ মিনিটের মধ্যে দুটি গোল করে ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে স্পেন। ৬৬ মিনিটে অ্যাথেনা দেল কাসতিল্লো প্রথম গোল করেন। এরপর ৭১ মিনিটে ক্লাউদিয়া পিনা দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন। এই দুই গোলের পর সুইজারল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি।
৮৮ মিনিটে অ্যালেক্সিয়া পুতেয়াস দ্বিতীয় পেনাল্টি মিস না করলে স্পেন ব্যবধান আরও বাড়াতে পারত। তবে এই মিস দলের জয়কে বাধাগ্রস্ত করেনি। মেয়েদের ইউরোতে এটি স্পেনের প্রথম নকআউট জয়। এর আগে ২০১৩, ২০১৭ ও ২০২২ আসরে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল তারা। ১৯৯৭ সালে সেমিফাইনালে উঠেও হেরে যায় স্পেন।
সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ
আগামী বুধবার জুরিখে সেমিফাইনালে স্পেন মুখোমুখি হবে ফ্রান্স-জার্মানি ম্যাচের বিজয়ী দলের। ফ্রান্স-জার্মানি কোয়ার্টার ফাইনাল ম্যাচটি আজ রাত বাংলাদেশ সময় ১টায় শুরু হবে। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ইতালি।
ম্যাচ শেষে স্পেনের উইঙ্গার অ্যাথেনা দেল কাসতিল্লো বলেন, ‘সেমিফাইনালে উঠতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দল নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। পরিবেশ ছিল দুর্দান্ত। আশা করি আমরা আবারও এমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারব।’