আগামী ৬ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্প, আর এই ক্যাম্প থেকেই দায়িত্ব নেবেন উড। তবে তার কাজ হবে প্রচলিত টেকনিক্যাল ব্যাটিং শেখানো নয়—মূল ফোকাস থাকবে, কীভাবে বলকে বাউন্ডারি ও ছক্কায় পরিণত করা যায়, কীভাবে শক্তি উতপাদন ও ব্যবহার করা যায়।
উল্লেখ্য, জুলিয়ান উড এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাকে এবার জাতীয় দলে কাজে লাগাতে চাইছে বিসিবি। বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি ক্যাম্প শুরুর আগেই তিনি এসে যাবেন।’
তবে শুধু ব্যাটিং কোচেই থেমে নেই বিসিবির উদ্যোগ। ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। আলোচনায় আছেন ডেভিড স্কট, যিনি আগেও হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করেছেন। একই সঙ্গে স্থানীয় মনোবিজ্ঞানীদেরও যুক্ত করা হবে, যাতে ভাষাগত সহযোগিতা ও দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত হয়।
এদিকে, প্রস্তুতি ম্যাচের জন্য ভারতের সঙ্গে খেলার সম্ভাবনা বাতিল হয়ে গেছে। বিকল্প হিসেবে নেপাল বা নেদারল্যান্ডসের মতো দলের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি এশিয়া কাপ। তার আগেই শুরু হবে ছক্কা ঝড়ের পরিকল্পনা, মানসিক প্রস্তুতি ও কঠোর অনুশীলন। দেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় এক নতুন রূপে বাংলাদেশ দলকে দেখার।