বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়ে খবর—এই বাঁ-হাতি ব্যাটার নাকি বাগদান সেরেছেন। তার নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট আসায় বিষয়টি দ্রুত ভাইরাল হয়। পোস্টে লেখা ছিল, ‘দুটি আত্মা একটি হৃদয়। একসঙ্গে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।’ ছবিতে তানজিদকে একজন নারীর হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে পোস্টটি কোনো ভেরিফায়েড পেজ থেকে না আসায় এবং পুরনো ছবি নতুন করে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়। কয়েকটি গণমাধ্যমও এই পোস্টের উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
অথচ এই পোস্ট ভাইরাল হওয়ার সময় তানজিদ সিলেটে অনুশীলনে ব্যস্ত ছিলেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর মাঠে যাওয়ার সময় সাংবাদিকরা তাকে অভিনন্দন জানাতে গেলে মুচকি হেসে তিনি বলেন, ‘আরে ভাই, এক বছর আগে বিয়ে করেছি।’ এ সময় পাশে থাকা সতীর্থ নাজমুল হোসেন শান্ত খুনসুটির ছলে বলেন, ‘এক বছর আগে করছ, দেখাইছ এক বছর পর, তাহলে হবে?’ জাকের আলীও এই রসিকতায় যোগ দেন।
২৪ বছর বয়সী তানজিদ বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি নিজের জাত চিনিয়েছেন। ২৬টি ওয়ানডেতে চারটি ফিফটিসহ তার রান ৫৪৮। টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে পাঁচটি হাফসেঞ্চুরি করে তিনি সংগ্রহ করেছেন ৬৫৫ রান।
মাঠে আগ্রাসী হলেও ব্যক্তিগত জীবনে তানজিদ বেশ লাজুক। এতটাই যে, তিনি তার স্ত্রীর নাম পর্যন্ত প্রকাশ করেননি।