চোট কাটিয়ে মাঠে ফিরেই নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। বদলি হিসেবে মাঠে নেমে গোল করে এবং গোল করিয়ে ইন্টার মিয়ামিকে ৩-১ গোলে এলএ গ্যালাক্সির বিপক্ষে জয় এনে দিলেন এই আর্জেন্টাইন তারকা। এই জয়ে এক ম্যাচ পর মিয়ামি ফিরল জয়ের ধারায়।
চলতি মাসের শুরুতে নেক্সাকার বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকে তিনি ছিলেন মাঠের বাইরে। ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো আগেই জানিয়েছিলেন, মেসি আজ মাঠে ফিরবেন। তবে তিনি শুরু থেকে খেলেননি। ৪৫তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার বদলি হিসেবে মাঠে নামেন তিনি।
মেসি মাঠে নামার আগেই মিয়ামি গোলের দেখা পায়। ৪৩তম মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে যায় দল। তবে ৫৯তম মিনিটে জোসেফ পেইন্টসিলের গোলে সমতা ফেরায় এলএ গ্যালাক্সি। ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছিল বলে মনে হচ্ছিল। কিন্তু শেষ ছয় মিনিটে মেসির ঝড় সব বদলে দেয়।
৮৪তম মিনিটে রদ্রিগো দে পলের পাস পেয়ে মেসি দুই ডিফেন্ডারকে দারুণ ড্রিবলে বোকা বানান। এরপর বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট সফরকারীদের জালে জড়ায়। এরপর ৮৯তম মিনিটে আবারও মেসির জাদু। দে পলের পাস থেকে ব্যাকহিলে বল পাঠান বক্সে ঢুকে পড়া লুইস সুয়ারেজের কাছে। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভুল করেননি এই উরুগুইয়ান স্ট্রাইকার। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।
চলতি মৌসুমে মেসির ফর্ম অসাধারণ। ১৯ ম্যাচে ১৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০ গোল। এই জয়ে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা ৬ পয়েন্ট পিছিয়ে থাকলেও তাদের হাতে রয়েছে আরও তিনটি ম্যাচ।
এই জয়ের পর মিয়ামির দৃষ্টি এখন লিগস কাপের দিকে। আগামী ২১ আগস্ট কোয়ার্টার ফাইনালে টাইগার্স উয়ানলের বিপক্ষে মাঠে নামবে তারা।