২০২২ সালে আয়াক্স থেকে ৮৬ মিলিয়ন পাউন্ডে অ্যান্টনিকে দলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে মাঠের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় গ্রীষ্মের শুরু থেকেই তাকে বিক্রি করার চেষ্টা করছে ক্লাবটি। যদিও ইউনাইটেড স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ধারে ছাড়তে রাজি নয়। ট্রান্সফার ফি হিসেবে ৩০ মিলিয়ন পাউন্ড দাবি করছে, যা তার আগের মূল্যের চেয়ে প্রায় ৬৫ শতাংশ কম।
এই অবস্থায় ব্রাজিলের ক্লাব বোতাফোগো ও সাও পাওলো, এমনকি সৌদি আরবের আল-নাসর থেকেও প্রস্তাব পেলেও সেগুলো প্রত্যাখ্যান করেছেন অ্যান্টনি। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, অ্যান্টনি শুধু ম্যানুয়েল পেলেগ্রিনির কোচিংয়ে রিয়াল বেতিসেই ফিরতে চান।
এমনকি বেতিসে খেলার জন্য বেতনের বড় অংশ ছেড়ে দিতে রাজি হয়েছেন অ্যান্টনি। তিনি বছরে ৪ মিলিয়ন পাউন্ড পর্যন্ত কম বেতন নিতে পারেন বলে জানা গেছে।
এদিকে ম্যানইউর কোচ রুবেন আমোরিম বলেছেন, “যারা ক্লাবে থাকতে চায় না, তাদের জন্য বিকল্প পথ খুঁজছি। তবে দল চূড়ান্ত হওয়ার পর সবাইকে সমানভাবে বিবেচনা করা হবে।”
অ্যান্টনির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত থাকলেও, তার স্পষ্ট অবস্থান ও নির্দিষ্ট লক্ষ্য ম্যানইউ কর্তৃপক্ষের সামনে নতুন করে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়—ম্যানইউ তার চাহিদা মেনে ছাড় দেয় কিনা, নাকি শেষ পর্যন্ত আবারও পুরনো ক্লাবে ফেরা অধরাই থেকে যাবে অ্যান্টনির জন্য।