সিরাজ বলেন, "আজ সকালে ঘুম থেকে উঠে আমি এই ইমোজি খুঁজেছি—ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ‘বিলিভ’ লেখা। জানতাম আমি বিশেষ কিছু করতে পারি। সাধারণত আমি সকাল ৮টায় উঠি, কিন্তু আজ ৬টায় উঠেছি। তখন থেকেই বিশ্বাস করছিলাম আমি পারব। তাই সেটি ওয়ালপেপার করেছিলাম। বিশ্বাস খুব জরুরি।"
ওভাল টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডের বিপক্ষে সিরাজ নেন ৫ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬ রানে রোমাঞ্চকর জয় তুলে নেয় ভারত। পুরো ম্যাচে সিরাজের শিকার ৯ উইকেট।
এদিন সিরাজ মাঠে রোনালদোর বিখ্যাত উদ্যাপন ‘সিউ’ করেও বুঝিয়ে দিয়েছেন, তিনি কতটা অনুপ্রাণিত হয়েছিলেন রোনালদোর মনোভাব থেকে। শুধু তাই নয়, তাঁর এই পারফরম্যান্স ঘিরে গুগল ইন্ডিয়াও মজার একটি পোস্ট করে। সেখানে সার্চ বক্সে লেখা ছিল, “I only believe in S...”—এবং নিচে স্বয়ংক্রিয়ভাবে আসছিল “I only believe in Siraj bhai”। এটি সিরাজের একটি পুরোনো মন্তব্যের সুরে বানানো, যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তিনি বলেছিলেন, “শুধু জাসি ভাইয়ের (বুমরাহ) ওপরই আমার বিশ্বাস”।
ভারতের হয়ে খেলাটা কতটা গর্বের, সেটিও মনে করিয়ে দেন সিরাজ। বলেন, “১৪০ কোটির দেশ থেকে দলে সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার। আপনি গোটা দেশকে প্রতিনিধিত্ব করছেন। আজ ১৪০ কোটির বেশি মানুষের মুখে হাসি ফুটেছে। নিজের সামর্থ্যে বিশ্বাস রেখে নিজের খেলায় আমি সৎ থাকতে চাই। এটা একজন পেশাদার ক্রিকেটারের জন্য খুব গুরুত্বপূর্ণ।”
ওভাল টেস্টে সিরাজের পারফরম্যান্স নিয়ে খুশি তাঁর পরিবারও। ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে সিরাজের ভাই মোহাম্মদ ইসমাইল বলেন, “হ্যাঁ, কিছুক্ষণ আগেই তার সঙ্গে কথা হয়েছে। পুরো পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছি। সে দলের সঙ্গে বাসে ছিল, হোটেলে ফিরছিল এবং খুব খুশি হয়েছে। সে আমাকে বলেছে, ‘ভাই, আমি খুব ক্লান্ত। পুরো শরীর অবসন্ন।’ কিন্তু তারপরও দেশের হয়ে ম্যাচ জিততে চায়।”
এমন অসাধারণ পারফরম্যান্সের পূর্বাভাস দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনও। ওভাল টেস্টের আগে তিনি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছিলেন, ‘এই টেস্টে ৫ উইকেট পাবেন সিরাজ।’ ভবিষ্যদ্বাণী একেবারে মিলে গেছে।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময় বুমরাহ ছিলেন নায়ক, তখন সিরাজ বলেছিলেন, “আমার বিশ্বাস শুধু জাসি ভাইয়ের ওপর।” এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের সমর্থকেরা লিখছেন, “আমরা শুধু সিরাজ ভাইয়ের ওপরই বিশ্বাস রাখি।”