আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েছেন। এতদিন এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির দখলে। সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন রশিদ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আফগানিস্তান ৩৮ রানে সংযুক্ত আরব আমিরাতকে হারায়। আফগানিস্তানের দেওয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আমিরাত ১৫০ রানের বেশি করতে পারেনি। মাত্র ২১ রানে ৩ উইকেট নিয়ে রশিদ টিম সাউদির ১৬৪ উইকেটের রেকর্ড টপকে ১৬৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে রশিদ তার দারুণ বোলিং দিয়ে বিশ্ব ক্রিকেটে তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশসহ বিশ্বের নামিদামি ফ্র্যাঞ্চাইজি লিগে তার পারফরম্যান্স নজরকাড়া। সীমিত ওভারের ক্রিকেটে রশিদকে আধুনিক যুগের অন্যতম সেরা ম্যাচ উইনার বলা যায়।
টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সেরা পাঁচে রয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটারও। সাকিব আল হাসান ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। অন্যদিকে, মুস্তাফিজুর রহমান ১১৩ ম্যাচে ১৪২ উইকেট শিকার করে পঞ্চম স্থানে রয়েছেন।