অরল্যান্ডো গ্যালাক্সির হয়ে খেলা ভারমান্নি আটলান্টার ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নেন। এর আগে প্রথম চার ওভারে আটলান্টা তুলেছিল মাত্র ৩০ রান। কিন্তু ভারমান্নির ওভারে এসে তারা রীতিমতো তাণ্ডব চালায়। মোট ১৩টি ডেলিভারিতে তিনি দেন ৫টি নো বল, ২টি ওয়াইড, ৪টি ছক্কা ও ২টি চার। ফলাফল? এক ওভারে ৪৩ রান! এরপর অধিনায়ক আর তাকে বল তুলে দেননি।
আটলান্টা ফায়ার ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৭ রানের বিশাল স্কোর গড়ে। জবাবে অরল্যান্ডো গ্যালাক্সি মাত্র ১৪২ রানে অলআউট হয়ে ম্যাচে বড় ব্যবধানে হারে।
এর আগে ২০২৪ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের বোলার অলি রবিনসনও লিস্টাশায়ারের বিপক্ষে এক ওভারে ৪৩ রান দিয়েছিলেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে এমন ঘটনা বিরল হলেও, ভারমান্নির এই ওভার এখন ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে।