আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “নারীদের ক্রিকেটের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রাইজমানি বৃদ্ধির মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি—নারীরা পেশাদারভাবে ক্রিকেট বেছে নিলে তাদের পুরুষদের সমান মর্যাদা দেওয়া হবে।”
এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার, যা ২০২২ সালে অস্ট্রেলিয়ার প্রাপ্ত ১.৩২ মিলিয়ন ডলারের তুলনায় ২৩৯ শতাংশ বেশি। রানার্সআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার, যেখানে গত আসরে ইংল্যান্ড পেয়েছিল মাত্র ৬ লাখ ডলার।
নারীদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কায়। উদ্বোধনী ম্যাচে গৌহাটিতে মুখোমুখি হবে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। নিরপেক্ষ ভেন্যু নীতির অংশ হিসেবে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোয়। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, মুম্বাই বা কলম্বোতে। পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি হবে কলম্বোয়, অন্যথায় মুম্বাইতে।