ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় দক্ষিণ আফ্রিকা দলের ওপর শাস্তি আরোপ করা হয়েছে। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলটি নির্ধারিত সময়ের তুলনায় এক ওভার পিছিয়ে ছিল। এ কারণে আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ দলটির ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছেন। প্রোটিয়া অধিনায়ক বাভুমা এই শাস্তি মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে জো রুটের ১০০ এবং জ্যাকব বেথেলের ১১০ রানের জোড়া সেঞ্চুরির সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৪ রানের বিশাল স্কোর গড়ে। জবাবে ব্যাট করতে নেমে জফরা আর্চারের দুর্দান্ত বোলিংয়ের মুখে মাত্র ৭২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচসেরা পেসার আর্চার ১৮ রানে ৪ উইকেট শিকার করেন।
এই ৩৪২ রানের ব্যবধানে জয়ের মাধ্যমে ইংল্যান্ড ভেঙে দিয়েছে ভারতের পূর্বের বিশ্ব রেকর্ড। ২০২৩ সালে শ্রীলংকার বিপক্ষে ৩১৭ রানের ব্যবধানে জয় পেয়ে ভারত এই রেকর্ডের অধিকারী ছিল। ইংল্যান্ডের এই জয়ের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড স্থাপিত হয়েছে।