ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে হেডিংলির হার ভুলে ঘুরে দাঁড়ানোর মিশনে ভারত। চলমান টেস্ট সিরিজে নিয়ন্ত্রণ ধরে রাখা ভারত অধিনায়ক শুভমান গিলের ২৬৯ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৫৮৭ রানের বিশাল স্কোর গড়েছে। তবে, মাঠের উত্তেজনার কেন্দ্রে রবীন্দ্র জাদেজা। তার ৮৯ রানের ইনিংসের পাশাপাশি ‘ডেঞ্জার জোন’ নিয়ে বিতর্ক মাঠে ঝড় তুলেছে। ইংলিশ পেসার ক্রিস ওকস এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
বিতর্কের কেন্দ্রে আইসিসির ‘ডেঞ্জার জোন’ নিয়ম, যা ব্যাটারদের পিচের মাঝ দিয়ে দৌড়ানো নিষিদ্ধ করে। জাদেজা এই নিয়ম ভঙ্গের অভিযোগে অতীতেও শাস্তি পেয়েছেন। এবারও তিনি একই অভিযোগে জড়িয়েছেন। দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারে ওকসের বলে দ্রুত রান নিতে গিয়ে জাদেজা স্টাম্প বরাবর পিচের মাঝ দিয়ে দৌড়ান। রানআউটের ঝুঁকির কারণে রানটি সম্পন্ন না করলেও বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তাকে সতর্ক করেন। আইসিসি নীতিমালা অনুযায়ী, এই নিয়মের পুনরাবৃত্তি হলে দলকে ৫ রানের জরিমানা দিতে হয়।ওই ওভারের শেষে ওকস আবারও জাদেজার বিরুদ্ধে একই অভিযোগ তুললে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও যোগ দেন। স্টোকস জাদেজাকে বলেন, “দেখো, তুমি কী করছ!” জাদেজা জবাবে বলেন, “আমি তো উইকেটের বাইরে দিয়ে এসেছি। আমি বল করছি না, তাহলে মাঝ দিয়ে যাব কেন? আমি শুধু ব্যাটিংয়ে মনোযোগী।”দিন শেষে সংবাদ সম্মেলনে জাদেজা বলেন, “ওরা ভেবেছে আমি ইচ্ছাকৃতভাবে পিচের মাঝ দিয়ে দৌড়াচ্ছি। আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। হয়তো এক-দু’বার ভুলে হয়ে গেছে। পেসারদের জন্য এটা সমস্যা হতে পারে, আমার জন্য নয়।”এর আগে ২০১৬-১৭ সালে ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে জাদেজার একই কাণ্ডে ভারতকে ৫ রানের জরিমানা দেওয়া হয়। তাকে ম্যাচ ফি’র ৫০% জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছিল। ২০২৪ আইপিএলেও স্টাম্পের লাইনে দৌড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের সম্ভাবনা তৈরি হয়েছিল।