১৩০৩ বলে ১০০০ রান পূর্ণ করে রেকর্ডের চূড়ায় জেমি স্মিথ
ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথ টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রান পূর্ণ করে ইতিহাসে নাম লিখিয়েছেন। লর্ডসে চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে ভারতের পেসার মোহাম্মদ সিরাজের পঞ্চম বলে পয়েন্টে চার মেরে মাত্র ১৩০৩ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মাধ্যমে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে কম বলে ১০০০ রানের রেকর্ড গড়েন তিনি, পেছনে ফেলে পাকিস্তানের সরফরাজ আহমেদকে (১৩১১ বল)। তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (১৩৩০ বল)। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৭ রানে। আগের দিনের ২৫১/৪ থেকে শুরু করে দলটি দিনের তৃতীয় ওভারে ক্রিজে নামা স্মিথের ৫৬ বলে ৫১ রানের ইনিংসে ভর করে এগিয়ে যায়। তার ব্যাট থেকে আসে ছয়টি চার। মাত্র ২১ ইনিংসে ১০০০ রান পূর্ণ করে স্মিথ আরেকটি রেকর্ডে নাম লেখান। উইকেটরক্ষক হিসেবে দ্রুততম ১০০০ রানের ক্ষেত্রে তিনি এখন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে শীর্ষে। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল ২২ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন, আর শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের লেগেছিল ২৩ ইনিংস। গত বছরের জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের পর থেকে ২৪ বছর বয়সী স্মিথ ইংল্যান্ডের একাদশে নিয়মিত মুখ। ১৩ টেস্টের ২১ ইনিংসে ৫৮.২২ গড়ে তার সংগ্রহ ১০৪৮ রান, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরি। চলমান ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজেও দুর্দান্ত ফর্মে আছেন স্মিথ। হেডিংলির প্রথম টেস্টে ৪০ ও অপরাজিত ৪৪ রান করে দলের জয়ে ভূমিকা রাখেন। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে দল হারলেও তার অপরাজিত ১৮৪ ও ৮৮ রানের ইনিংস সবার প্রশংসা কুড়িয়েছে।