ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, বেঙ্গালুরুভিত্তিক প্রতিভা ব্যবস্থাপনা সংস্থা স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড দিল্লি হাইকোর্টে নীতীশ রেড্ডির বিরুদ্ধে ৫ কোটি রুপিরও বেশি বকেয়া পরিশোধ না করার অভিযোগে মামলা করেছে। মামলাটি আদালতে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং আগামীকাল দিল্লি হাইকোর্টে এর শুনানি হবে।
মামলাটি করা হয়েছে সালিশি ও মীমাংসা আইন, ১৯৯৬-এর ১১(৬) ধারা অনুযায়ী। এতে অভিযোগ করা হয়েছে, নীতীশ রেড্ডি চুক্তি ভঙ্গ করেছেন এবং চুক্তি অনুযায়ী সংস্থাটিকে অর্থ প্রদান না করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। ভারতীয় আরেক সংবাদমাধ্যম নিউজ ১৮-এর বরাতে জানা যায়, সংস্থাটির পরিচালক শিব ধাওয়ান মামলার বিষয়টি স্বীকার করেছেন, তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।
জানা গেছে, নীতীশ রেড্ডি এই সংস্থার সঙ্গে প্রায় তিন বছর যুক্ত ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্কয়ার দ্য ওয়ান-এর পক্ষে নিয়মিত প্রচারকাজ করতেন। তবে বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় চুক্তি বাতিল করেন তিনি। এরপর থেকেই তিনি সংস্থার কার্যক্রমে অংশ নিচ্ছেন না। এদিকে, বাঁ পায়ের হাঁটুর চোটে ইংল্যান্ড সফরের শেষ দুটি টেস্টে খেলা হচ্ছে না নীতীশের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, পুনর্বাসনের জন্য তাঁকে দেশে ফেরানো হয়েছে।
সিরিজের প্রথম টেস্টে লিডসে একাদশে জায়গা হয়নি নীতীশের। বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্টে পারফর্ম করতে না পারলেও লর্ডসে দুর্দান্ত বোলিং করেন তিনি। এক ওভারেই ফিরিয়ে দেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলিকে। দ্বিতীয় ইনিংসেও ফেরান ক্রলিকে। ব্যাট হাতে করেন যথাক্রমে ৩০ ও ১৩ রান। তবে ভারত ম্যাচটি ২২ রানে হেরে যায়।
সিরিজের চতুর্থ টেস্টে ওল্ড ট্রাফোর্ডে তাঁর জায়গায় খেলছেন শার্দূল ঠাকুর। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ম্যাচের পঞ্চম ও শেষ দিন আজ।