তবে দলের এমন বিপর্যয়ের মধ্যেও মাঠের বাইরে আলোচনায় এসেছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান আজম খান। ফিটনেস নিয়ে বরাবরই সমালোচনার মুখে থাকা এই ক্রিকেটার এবার এক দৃষ্টান্ত স্থাপন করলেন। দুই মাসে নিজের ওজন কমিয়েছেন ৬৯ কেজি! সামাজিক যোগাযোগমাধ্যমে ওজন কমানোর পরের ছবি শেয়ার করে সবাইকে চমকে দিয়েছেন তিনি।
একসময় জাতীয় দলে নিয়মিত হলেও এখন অনেকটাই দল থেকে ছিটকে গেছেন আজম খান। সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান জাতীয় দলে অভিষেকের আগে ওজন নিয়ে ছিলেন ব্যাপক আলোচনায়। তখন তার ওজন ছিল ১৪০ কেজি, যেখান থেকে ৪০ কেজি ঝরিয়ে ২০২১ সালের ১৬ জুলাই অভিষেক হয় জাতীয় দলে।
বর্তমানে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার আবারও নিজেকে নতুনভাবে গড়েছেন। তার এই রূপান্তর অনেককেই অনুপ্রাণিত করছে। ধারণা করা হচ্ছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন তিনি।
পাকিস্তানের হয়ে আজম খান এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৯০ ম্যাচে ১টি শতক ও ১৬টি অর্ধশতকের সাহায্যে করেছেন ৩,৪৮৬ রান। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন এবং আসন্ন আসরেও তাকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ফিটনেস নিয়ে দীর্ঘদিনের সমালোচনার জবাবে আজম খানের এই কঠোর পরিশ্রম ও পরিবর্তন নতুন করে তাকে জাতীয় দলের আলোচনায় নিয়ে এসেছে।