নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১১৩তম মিনিটে স্প্যানিশ তারকা আইতানা বোনমাতির একমাত্র ও জয়সূচক গোলেই ইতিহাস গড়ে স্পেন। ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে উঠল তারা। একই সঙ্গে বড় কোনো প্রতিযোগিতায় জার্মানির বিপক্ষে এটিই স্পেনের প্রথম জয়।
ফাইনালে স্পেন মুখোমুখি হবে ইংল্যান্ডের, যারা প্রথম সেমিফাইনালে ইতালিকে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠেছে। সুইজারল্যান্ডের বাসেল শহরে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটি আগামী রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হবে। এই ফাইনাল ২০২৩ নারী বিশ্বকাপের পুনরাবৃত্তি, যেখানে স্পেন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।
উল্লেখযোগ্যভাবে, ইউরো সেমিফাইনালে এটি ছিল জার্মানির ১১তম অংশগ্রহণ। এর আগে তারা ১০ বার সেমিফাইনালে উঠে ৯ বারই জয় পেয়েছিল। এমন এক পরিসংখ্যানের বিপরীতে দাঁড়িয়ে স্পেনের এই জয় নিঃসন্দেহে ঐতিহাসিক।