ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আরও একবার অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়লেন। তাঁর দল মায়ামি ব্লেজ গ্র্যান্ড কেইম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে।
কেইম্যান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মায়ামি ব্লেজ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। ইনিংসের শুরুতে ওপেনিং করতে নামা সাকিব আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৩টি চার। তবে মালিন্দা পুষ্পাকুমারার বলে লং অফে রোনালদো আলী মোহামেদের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি।
সাকিবের এই বিস্ফোরক ইনিংস দলকে মজবুত সূচনা এনে দেয়। তাঁর গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে অ্যাঞ্জেলো পেরেরা ২২ বলে ৪৫ রানের দারুণ ইনিংস খেলেন, যা দলের সর্বোচ্চ। এতে মায়ামি নির্ধারিত ওভারে ১১০ রানের লক্ষ্য তৈরি করে।
জবাবে ব্যাট করতে নামা গ্র্যান্ড কেইম্যান ফ্যালকনস নিয়মিত উইকেট হারিয়ে ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রানে থেমে যায়। মায়ামির হয়ে শিহান জয়াসুরিয়া ১৮ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার হন। সাকিব ২ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন।
সাকিবের ব্যাটিং ও বোলিংয়ের এই অলরাউন্ড নৈপুণ্য মায়ামি ব্লেজের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।