ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ ছাড়তে হচ্ছে সাবেক ক্রিকেটার রজার বিনিকে। আগামীকাল, ১৯ জুলাই ২০২৫, তাঁর বয়স ৭০ বছর পূর্ণ হওয়ায় তিনি বোর্ড প্রধান হিসেবে শেষ দিন কাটাবেন। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলীর দায়িত্ব ছাড়ার পর বিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি নির্বাচিত হন।
বিসিসিআইয়ের গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতির মেয়াদ তিন বছর। তবে, কোনো ব্যক্তি ৭০ বছরের বেশি বয়সে দায়িত্ব পালন করতে পারবেন না। এই নিয়মের কারণে পুরো মেয়াদ শেষ করার আগেই বিনিকে পদ ছাড়তে হচ্ছে। তাঁর পদত্যাগের পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন বর্তমান সহসভাপতি রাজীব শুক্লা। আগামী সেপ্টেম্বরে বিসিসিআইয়ের বাৎসরিক সভায় নতুন সভাপতি নির্বাচনের কথা রয়েছে।
১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনি ১৯৭৯ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ২৭টি টেস্ট ও ৭২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তাঁর নেতৃত্বে বিসিসিআইয়ের সময়ে ভারত ২০২৪ সালে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয় করে। এছাড়া তাঁর আমলে শুরু হয় উইমেন’স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)।
বিনির বিদায়ের পর ভারপ্রাপ্ত সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন রাজীব শুক্লা। ৬৫ বছর বয়সী এই ক্রিকেট প্রশাসক কংগ্রেস থেকে নির্বাচিত সাবেক রাজ্যসভা সংসদ সদস্য। তিনি ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএল কমিশনার এবং ২০২০ সাল থেকে বিসিসিআইয়ের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।