লিটনের ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের
ঢাকা, ১৩ জুলাই ২০২৫: প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হারের মুখ দেখেছিল বাংলাদেশ। তবে আজ দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। লিটন দাস ও শামীম হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে মিডল অর্ডারের প্রাণবন্ত প্রদর্শনের সুবাদে বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ।টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন দাস। এছাড়া শামীম হোসেন অপরাজিত থেকে করেন ৪৮ রান। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। রানের খাতা খোলার আগেই তিন বলে শূন্য রানে বোল্ড হয়ে ফেরেন তিনি। পরের ওভারে আরেক ওপেনার তানজিদ তামিমও ফিরে যান। বিনুরা ফার্নান্দোর অফ স্টাম্পের সামান্য বাইরের গুড লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যর্থ হন তামিম। বল তার ব্যাটে ঠিকঠাক লাগেনি, এবং শর্ট থার্ডম্যানে দাঁড়ানো কুশাল পেরেরা দারুণ একটি ক্যাচ নেন। ৮ বলে ৫ রান করেন তিনি। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের হাল ধরেন তাওহীদ হৃদয়। লিটনের সঙ্গে তার ৬৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে ২৫ বলে ৩১ রান করে হৃদয় ফিরলে ভাঙে এই জুটি। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন লিটন দাস। এমনকি তার একাদশে অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠছিল। অবশেষে রানের দেখা পেলেন তিনি। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দলের হাল ধরেন। মাত্র ৭ রানে দুই উইকেট হারানোর পরও ইতিবাচক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন লিটন। ৩৯ বলে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন। ১৩ ইনিংস পর টি-টোয়ទোয়েন্টি ফরম্যাটে ফিফটির মুখ দেখেন তিনি। সবমিলিয়ে ৫০ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। পাঁচ নম্বরে নেমে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ। তবে লোয়ার মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেন শামীম হোসেন। ২৭ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এর ফলে বড় সংগ্রহ গড়তে সক্ষম হয় বাংলাদেশ।