পিএসজি-চেলসি ফাইনাল: শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায়?
নিউজার্সি, ১৩ জুলাই ২০২৫: প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তাদের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় সময় কাটাচ্ছে। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমে ট্রেবল শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের দল। এবার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ফেভারিট হিসেবে মাঠে নামছে তারা। তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ও একবারের ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি, যারা চার বছর পর এই বছর কনফারেন্স লিগ জিতে মেজর ট্রফির স্বাদ পেয়েছে।ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি এবার প্রথমবার নতুন ফরম্যাটে ৩২টি দল নিয়ে বিশাল আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। পুরোনো ফরম্যাটে আটটি দল নিয়ে খেলা হতো। চেলসি পুরোনো ফরম্যাটে দুইবার ফাইনাল খেলেছে—২০১২ সালে হতাশা নিয়ে ফিরলেও ২০২১ সালে ব্রাজিলের পালমেইরাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, পিএসজি এবারই প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আজ রোববার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে পিএসজি ও চেলসির মধ্যে মহারণ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিত থাকার কথা রয়েছে। চলমান টুর্নামেন্টে অতিরিক্ত গরম, প্রতিকূল আবহাওয়ার কারণে খেলায় বিঘ্ন, টিকিটের মাত্রাতিরিক্ত দাম এবং দর্শকখরা নিয়ে সমালোচনা হলেও মাঠের খেলা ফুটবলভক্তদের হতাশ করেনি। পিএসজি ও চেলসি সর্বশেষ ২০১৬ সালে মুখোমুখি হয়েছিল। লন্ডনে অনুষ্ঠিত সেই ম্যাচে জ্লাতান ইব্রাহিমোভিচ ও আন্দ্রে র্যাবিও’র গোলে পিএসজি ২-১ গোলে জয় পায়। চেলসির একমাত্র গোলটি করেন দিয়েগো কস্তা। সেই ম্যাচ ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের সেকেন্ড লেগ, যেখানে অ্যাগ্রিগেটে ৪-২ গোলে জিতে পিএসজি পরের রাউন্ডে উঠে। দুই দল এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে। পিএসজি তিনবার এবং চেলসি দুইবার জয় পেয়েছে, বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ চারবারের দেখায় চেলসি জয়হীন, পিএসজি দুটি ম্যাচ জিতেছে এবং দুটি ড্র হয়েছে। মৌসুমজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি ক্লাব বিশ্বকাপেও অপ্রতিরোধ্য। গ্রুপ পর্বে কেবল বোটাফোগোর কাছে ১-০ গোলে হারলেও বাকি সব ম্যাচে দমদমে পারফরম্যান্স দেখিয়েছে দেম্বেলে, রুইজ ও হাকিমিরা। ফাইনালে উঠতে তারা ফেভারিট রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করে। এর আগে লিওনেল মেসির ইন্টার মায়ামি ও বায়ার্ন মিউনিখের ওপর আধিপত্য দেখিয়ে পিএসজি আরেকটি মেজর ট্রফি জয়ের পথে এগিয়েছে। পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “দলের সাফল্যের মূল নায়ক খেলোয়াড়রা। আমি কোনো তারকা নই, যা করি তা ভালোবাসি। কঠিন সময়ে কাজ উপভোগ করি। জয়ের সবচেয়ে ভালো দিক হলো আমাদের সমর্থকদের খুশি করা। সমালোচিত হলে আমি আরও ভালো কাজ করতে পারি। আমরা বিশেষ মৌসুম কাটাচ্ছি, চেলসির চেয়ে ভালো দল হতে আরও এক ধাপ বাকি।” অন্যদিকে, টুর্নামেন্টের আগে ফেভারিট না হলেও বেনফিকা, পালমেইরাস ও ফ্লুমিনেন্সকে হারিয়ে চেলসি তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তবে পিএসজির বিপক্ষে তাদের কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। চেলসি কোচ এনজো মারেসকা বলেন, “এটি দারুণ অর্জন। প্রিমিয়ার লিগে শীর্ষ চারে, কনফারেন্স লিগ জয়ের পর এখন আরেকটি ফাইনালে। আমরা খুব খুশি। আশা করি মৌসুমের শেষ ম্যাচে এই ট্রফিটিও জিতব।”