নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ করছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭ গোলের গোল-উৎসব করেছেন ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুনরা। এর আগেই মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের মেয়েরা যেন গোলের বৃষ্টি ঝরিয়েছে মাঠে। মাত্র ৪ মিনিটে স্বপ্না রানীর দূরপাল্লার শটে প্রথম গোলের সূচনা হয়। ৬ষ্ঠ মিনিটে শামসুন্নাহার জুনিয়র পোস্টের কাছ থেকে আলতো টোকায় স্কোরলাইন ২-০ করেন। ১৩ মিনিটে আবারও শামসুন্নাহারের গোল। এরপর ১৬ মিনিটে মনিকার বাঁ পায়ের চমৎকার শটে চতুর্থ গোল, ১৮ মিনিটে ঋতুপর্ণা চাকমা, ২১ মিনিটে তহুরা খাতুন এবং ৪০ মিনিটে কর্নার থেকে ঋতুপর্ণার অসাধারণ শটে সপ্তম গোল আসে।
প্রথমার্ধের শেষ দিকে তুর্কমেনিস্তান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাদের দুর্বলতার সুযোগে বাংলাদেশ আরও একটি গোল আদায় করে। এশিয়ান কাপে বাংলাদেশের এই দুর্দান্ত পারফরম্যান্স নিঃসন্দেহে ইতিহাসের পাতায় লেখা থাকবে।