চীনের ডাজহু শহরে অনুষ্ঠিত অ-১৮ এশিয়া কাপ হকিতে প্রথমবারের মতো অংশ নিয়ে বড় ব্যবধানে হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী হকি দল। জাপানের কাছে ১১-০ গোলে পরাজিত হয়েছে তারা।
ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য তুলনামূলক ভালো ছিল। প্রথম কোয়ার্টারে মাত্র এক গোল হজম করে দলটি। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করে ৩-০ ব্যবধানে ড্রেসিংরুমে ফেরে তারা। তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল, সেখানে জাপান মাত্র একটি গোল করতে সমর্থ হয়। কিন্তু শেষ কোয়ার্টারে এসে বাংলাদেশের রক্ষণভাগে ছন্দপতন ঘটে। মাত্র ১৫ মিনিটে ৭ গোল হজম করে দলটি। ফলে ১১-০ গোলের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ নারী হকি দলকে।শনিবার বাংলাদেশের বালক দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে, এবং বালিকা দল খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। ম্যাচ দুটি চীন সময় অনুযায়ী বিকেলে অনুষ্ঠিত হবে।