প্রায় আট মাসের জয়হীনতার অবসান ঘটিয়ে অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার কলম্বোতে স্বাগতিকদের বিপক্ষে ১৬ রানের দুর্দান্ত জয়ের মাধ্যমে সাত ম্যাচের হারের ধারা ভেঙে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে ফিরেছে টাইগাররা।
এই জয়ের ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৮। এতে ৭৭ পয়েন্ট নিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নবম স্থান দখল করেছে তারা। গত মে মাসে টানা খারাপ পারফরম্যান্সের কারণে প্রায় ১৮ বছর পর র্যাঙ্কিংয়ে দশম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়ে সেই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে দল।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। ফলে আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে জয় পেলে সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়বে বলে আশা করছেন সমর্থকরা।