ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসি এবং ব্রাজিলের ফ্লুমিনেন্স। ৩২ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট এখন এসে ঠেকেছে শেষ চারের লড়াইয়ে। এই চার দলের মধ্যে যেকোনো একটি দল উঠবে ক্লাব বিশ্বকাপের শিরোপা হাতে।
সেমিফাইনালের প্রথম ম্যাচে আগামী মঙ্গলবার রাতে মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লুমিনেন্স এবং ইংলিশ ক্লাব চেলসি। অন্য ম্যাচে লড়বে রিয়াল মাদ্রিদ ও পিএসজি।
ফাইনালে অল–ইউরোপিয়ান লড়াই হওয়ার সম্ভাবনা থাকলেও ফ্লুমিনেন্স যদি চেলসিকে হারাতে পারে, তবে ইউরোপ–দক্ষিণ আমেরিকা ফাইনালের সুযোগ তৈরি হবে। ক্লাব বিশ্বকাপের শিরোপা কার হাতে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক দিন।