গত মৌসুমের শেষে রোনালদো দল ছাড়ার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত নতুন চুক্তি সই করেছেন। এরপর থেকে দলবদলের বাজারে বেশ সক্রিয় আল নাসর। এরই ধারাবাহিকতায় ফেলিক্সকে দলে ভেড়াতে যাচ্ছে তারা। স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪৪ মিলিয়ন পাউন্ডে এই চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে ফেলিক্স আল নাসরে যোগ দেবেন বলে জানা গেছে।
‘নতুন রোনালদো’ হিসেবে ক্যারিয়ার শুরু করা ফেলিক্স ২০১৯ সালে বেনফিকা থেকে বড় অঙ্কের অর্থে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন। তবে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। আতলেতিকোয় ৯৬ ম্যাচে ২৫ গোল করলেও এরপর কোনো ক্লাবে দুই অঙ্কের গোলের দেখা পাননি। ২০২৩ সালে ধারে চেলসিতে যোগ দেন তিনি। পরে চেলসি তাকে প্রায় ৪৫ মিলিয়ন পাউন্ডে স্থায়ীভাবে কিনে নেয়। তবে সেখানেও তিনি প্রথম একাদশে নিয়মিত জায়গা করে নিতে ব্যর্থ হন।
গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ফেলিক্স ধারে এসি মিলানে খেলেন, যেখানে ১৯ ম্যাচে মাত্র তিন গোল করেন। এই ধার চুক্তির জন্য চেলসি প্রায় ৫ মিলিয়ন পাউন্ড পেয়েছিল। চেলসি তাকে দল থেকে বাদ দিতে উঠেপড়ে লেগেছিল। ফেলিক্সকে ফিরিয়ে আনতে আগ্রহ দেখিয়েছিল তাঁর সাবেক ক্লাব বেনফিকা। তবে আল নাসর এই দৌড়ে এগিয়ে যায়।
আল নাসর সম্প্রতি রোনালদোর চুক্তি নবায়ন করেছে এবং অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুসকে নিয়োগ দিয়েছে। শিরোপা জয়ের লক্ষ্যে তারা ফেলিক্সকে দলে ভেড়াতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। ফেলিক্সকে বিক্রি করতে পারলে চেলসি তাদের আগের খরচের বেশিরভাগ তুলে নিতে পারবে। এছাড়া নতুন খেলোয়াড় কেনার জন্য আর্থিক সুযোগও তৈরি হবে। চেলসির আগ্রহের তালিকায় রয়েছেন আরবি লাইপজিগের ফরোয়ার্ড জাভি সিমন্স। তবে নতুন খেলোয়াড় আনতে হলে চেলসিকে আরও কিছু খেলোয়াড় ছাড়তে হবে।