নেইমার এবং তাঁর চার সন্তানের জন্য পিএসজি পাঁচটি জার্সি পাঠিয়েছে, যেগুলোতে প্রত্যেকের নামের পাশাপাশি নেইমারের আইকনিক জার্সি নম্বর ১০ রয়েছে। নেইমার এই উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন, “ধন্যবাদ, পিএসজি।”
গত জানুয়ারিতে নেইমার ও ব্রুনা তাঁদের সংসারে নতুন অতিথি আগমনের সুসংবাদ দিয়েছিলেন। এরপর থেকে নেইমারের ভক্তরা অপেক্ষায় ছিলেন, যা মেলের জন্মের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে। মেলের জন্মের সময় সান্তোস থেকে ছুটি নিয়ে মা ও মেয়ের পাশে ছিলেন নেইমার। পিএসজির এই উপহার তাঁর এই আনন্দের মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলেছে।
২০১৭ সালে রেকর্ড দলবদল ফি’র মাধ্যমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। প্যারিসের ক্লাবটির হয়ে ছয় মৌসুমে পাঁচটি লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন পূরণ হয়নি তাঁর। ২০২৩ সালের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন তিনি। যদিও পিএসজির সঙ্গে ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন অধরা থেকে যায়, তবুও এই উপহারের মাধ্যমে পিএসজি ও নেইমারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রমাণ মিলেছে।