রিয়ালে দীর্ঘ ১৩ বছরের দুর্দান্ত ক্যারিয়ারের ইতি টেনে ইতালিয়ান ক্লাব এসি মিলানে পাড়ি জমিয়েছেন মদ্রিচ। তার অবর্তমানে ক্লাবের গুরুত্বপূর্ণ এই জার্সির ভার এখন এমবাপ্পের কাঁধে।
শৈশব থেকেই রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখে আসছিলেন এমবাপ্পে। তবে সেই স্বপ্ন পূরণের পথ ছিল মোটেও সহজ নয়। ক্লাব পরিবর্তন, চুক্তির জটিলতা এবং নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে অবশেষে ২০২৪ সালে রিয়ালে যোগ দেন তিনি।
রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে ধীরে শুরু করলেও দ্রুত নিজেকে প্রমাণ করে ফেলেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৩৪ গোল, যা রিয়ালে ক্রিস্তিয়ানো রোনালদোর অভিষেক মৌসুমের গোলসংখ্যাকেও ছাড়িয়ে যায়। লা লিগায় ৩১ গোল করে হন সর্বোচ্চ গোলদাতা। যদিও দলগত সাফল্যে কিছুটা ঘাটতি ছিল—লা লিগা শিরোপা হাতছাড়া হয় বার্সেলোনার কাছে, আর চ্যাম্পিয়ন্স লিগে আগেভাগেই বিদায় নেয় দলটি।
ক্লাব বিশ্বকাপেও নিজের প্রতাপ দেখাতে পারেননি এমবাপ্পে। গ্রুপপর্বে অসুস্থতার কারণে মাঠের বাইরে ছিলেন, পরে সেমিফাইনালে সাবেক ক্লাব পিএসজির কাছে ৪-০ গোলে হেরে যায় রিয়াল।
তবে নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় রিয়াল মাদ্রিদ। কোচ চাবি আলোনসোর নেতৃত্বে দল পুনর্গঠনের কাজ চলছে জোরেশোরে, যেখানে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে তৈরি হচ্ছে নতুন পরিকল্পনা। সেই পরিকল্পনার অন্যতম বড় ভরসার নাম কিলিয়ান এমবাপ্পে। এবার তার কাঁধে থাকছে ১০ নম্বরের দায়িত্ব, যেটি ফ্রান্সের হয়েও পরেন তিনি। অনেকদিন ধরেই আলোচনা চলছিল যে, মদ্রিচ ক্লাব ছাড়লে এই জার্সি এমবাপ্পেকেই দেওয়া হবে। এমনকি মদ্রিচ চুক্তি নবায়ন করলে এমবাপ্পে ৯ নম্বর জার্সি পরেই খেলার প্রস্তুতি নিয়েছিলেন বলেও জানায় ইএসপিএন।
ফলে রিয়ালের ১০ নম্বর জার্সিতে এমবাপ্পেকে দেখা মানেই শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। এখন দেখার পালা—এই ঐতিহাসিক জার্সির ভার কিভাবে বহন করেন ফরাসি সুপারস্টার।