তবে সেই কোচকে ডাকা হয়নি আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্বকাপ হকির জন্য প্রস্তুতিতে। শনিবার থেকে শুরু হবে জাতীয় জুনিয়র দলের ক্যাম্প। সেখানে ৪৫ জন খেলোয়াড়কে ডাকা হলেও কোচিং প্যানেলে রাখা হয়নি মওদুদুরকে। আপাতত ক্যাম্পে দায়িত্ব পালন করবেন দুই স্থানীয় কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান। ফেডারেশন জানিয়েছে, সেপ্টেম্বরে আসবেন একজন ডাচ কোচ, তিনিই মূল দলের দায়িত্ব নেবেন।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মওদুদুর রহমান। তিনি বলেন, ‘আমি কেন বিশ্বকাপের মূলপর্বে কোচ নেই, জানি না। কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। ফেডারেশনের যা ভালো মনে হয়েছে, তাই করেছে। এখানে আমার আর কিছু বলার নেই।’
শুধু বিশ্বকাপে তুলেই নয়, সম্প্রতি চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৮ এশিয়া কাপে বাংলাদেশকে সেমিফাইনালে তুলেও প্রশংসা কুড়িয়েছেন মওদুদুর।
এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আবু জাফর বলেন, ‘মওদুদুরকে নানা কারণে নেওয়া হয়নি। শুরুর দিকে কোচের প্যানেল তৈরির সময় তাকে ডাকা হলেও সাড়া দেননি। আমরা শুধু সাফল্য নয়, কোচিং নির্বাচনে আরও কিছু বিষয় বিবেচনা করেছি।'
তিনি আরও যোগ করেন, ‘কোচদের ব্যাপারে কমিটি মিলে সিদ্ধান্ত নিয়েছে, এককভাবে নয়। এখানে কোনো রাজনৈতিক চাপ নেই, স্বাধীনভাবে কাজ করতে পারছি।’
তবে একজন সাফল্যবান কোচকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে হকি অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, মওদুদুর রহমানকে বাদ দেওয়াটা বিশ্বকাপের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।