মাঠে নামেননি, তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। গত শনিবার ইন্টার মায়ামি ও সিনসিনাতির মধ্যকার গোলশূন্য ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মাঠে ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা। তবে গ্যালারিতে ছেলের সঙ্গে বসেই খেলা উপভোগ করেন তিনি—আর সেখানেই নজর কাড়ে তার হাতে থাকা একটি অত্যন্ত বিলাসবহুল ও বিরল ঘড়ি।
মেসির হাতে দেখা যায় উজ্জ্বল গোলাপি রঙের ‘বার্বি’ রোলেক্স ডেটোনা ঘড়ি, যার মূল্য প্রায় ৭ লাখ পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি টাকারও বেশি।
ঘড়িটি তৈরি হয়েছে গোলাপি স্যাফায়ার ডায়মন্ড ও ১৮ ক্যারেট হলুদ সোনা দিয়ে। এতটাই বিরল এই ঘড়ি যে, বিশ্বজুড়ে মাত্র ১০টি তৈরি করেছে রোলেক্স। বাজারে পাওয়া যায় না এই ঘড়ি, শুধুমাত্র নির্বাচিত অভিজাত ক্রেতাদেরই সরাসরি দেয় রোলেক্স। মেসি সেই অভিজাত ‘দ্য ক্রাউন’ তালিকার একজন, এমনটাই ধারণা করা হচ্ছে। এর আগে এই ঘড়ি কেবল হলিউড অভিনেতা মার্ক ওয়ালবার্গের হাতেই দেখা গেছে।
ঘড়ি ছাড়াও আলোচনায় ছিল মেসির পারিবারিক উপস্থিতি। বড় ছেলে থিয়াগোকে সঙ্গে নিয়ে সাদা শার্ট ও হালকা শর্টসে গ্যালারিতে দেখা যায় মেসিকে। খেলা শেষে পরিবারসহ উপস্থিত হন জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে।
সেখানে স্ত্রী আন্তোনেল্লা এবং তিন ছেলেকে নিয়ে চমৎকার সময় কাটান মেসি। এক পর্যায়ে অনুষ্ঠানে ধরা পড়েন ‘কিস ক্যাম’-এ। তবে সবাইকে অবাক করে দিয়ে চুমু না খেয়ে মিষ্টি হাসিতে মুহূর্তটি এড়িয়ে যান এই তারকা দম্পতি—যা ঘিরে শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে মজা ও মন্তব্যের ঝড়।
মাঠে না থেকেও স্টাইল, রুচি ও পারিবারিক মুহূর্ত দিয়ে আবারও হেডলাইন দখল করলেন লিওনেল মেসি। মাঠের ভেতর হোক বা বাইরে—তার প্রতিটি উপস্থিতি যেন নিজেই এক আলাদা খবর।