দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন। অভিষেক ম্যাচেই ৫৬ বলে ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করার পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছেন তিনি।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ৪৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। এরপর চার নম্বর পজিশনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন ব্রেভিস। তবে, দ্রুতই লোহান ড্রে প্রিটোরিয়াস আউট হলে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে আরও বিপাকে পড়ে প্রোটিয়ারা। এমন কঠিন পরিস্থিতিতে প্রথমে সতর্কতার সঙ্গে খেলে উইকেটে থিতু হন ব্রেভিস। এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। মাত্র ২৫ বলে নিজের অভিষেক ফিফটি পূর্ণ করেন এই তরুণ তারকা।
ফিফটির পর আরও আগ্রাসী হয়ে ওঠেন ব্রেভিস। পরের ৫০ রান তিনি তুলে নেন মাত্র ১৬ বলে। সবমিলিয়ে ৪১ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে সেঞ্চুরি হাঁকান তিনি। মাত্র ২২ বছর ১০৫ দিন বয়সে এই সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েন ব্রেভিস। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান রিচার্ড লেভিকে, যিনি ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ বছর ৩৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।
এ ছাড়া, ব্রেভিস দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার কীর্তি গড়েছেন। এতদিন এই রেকর্ডটি ছিল ফাফ ডু প্লেসির, যিনি ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রান করেছিলেন। এছাড়াও, ৪১ বলে সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও নিজের নামে করেছেন ব্রেভিস। দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ডেভিড মিলারের, যিনি বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন।
ব্রেভিসের এই বিস্ফোরক ইনিংস দক্ষিণ আফ্রিকার ইনিংসকে শক্ত ভিতের ওপর দাঁড় করায় এবং তরুণ এই ব্যাটসম্যানের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়।