পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক জয়ে ৩৪ বছরের সিরিজ খরা কাটল ক্যারিবীয়দের। ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ৯২ রানে অলআউট হয়ে ২০২ রানের বিশাল ব্যবধানে হেরেছে। এই জয়ের মধ্য দিয়ে ১৯৯১ সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল।
ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের অপরাজিত ১২০ রানের (৯৪ বল, ১০ চার, ৫ ছক্কা) দুর্দান্ত ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করে। হোপের সঙ্গে জাস্টিন গ্রিভস ২৪ বলে ৪৩ রান করে সপ্তম উইকেটে ৫০ বলে অপরাজিত ১১০ রানের জুটি গড়েন, যা দলকে বিশাল স্কোরে পৌঁছে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই ধ্বসে পড়ে। মাত্র ৯ ওভারে ২৩ রানে ৪ উইকেট হারায় তারা। সাইম আয়ুব, আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান শূন্য রানে আউট হন। বাবর আজম ৯ রানে এলবিডব্লিউ হন। সালমান আগা ৪৯ বলে ৩০ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিরা ব্যর্থ হন। হাসান নওয়াজ ১৩ ও হোসেন তালাত ১ রানে আউট হন। শেষ ব্যাটার আবরার আহমেদ শূন্য রানে রান আউট হন। ওয়েস্ট ইন্ডিজের জয়ডেন সিলস ৭.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং ধসের নায়ক হন।
এই জয় ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় প্রেরণা। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ২৭ রানে অলআউট হওয়ার পর দলটি কঠিন সময় পার করছিল। তবে কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা ও ক্লাইভ লয়েডের সঙ্গে দুই দিনের বিশেষ বৈঠকের পর দলটি ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করে, যার ফল এই জয়ে দৃশ্যমান।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জিতে সমতা আনে। তৃতীয় ম্যাচে এই দাপুটে জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ক্যারিবীয়রা।