সম্প্রতি একটি সাক্ষাৎকারে তামান্না ভাটিয়াকে এই গুজব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “একটা মিথ্যে খবর কীভাবে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, তা আমার জানা নেই।” তিনি জানান, একটি জুয়েলারি স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল রাজ্জাকের সঙ্গে তার দেখা হয়েছিল। সেই ছবি প্রকাশিত হওয়ার পরই লোকজন ভিত্তিহীন জল্পনা শুরু করে।
তামান্না বলেন, “মজা করতে হলে আব্দুল রাজ্জাকের সঙ্গেই করতে হবে। ইন্টারনেট সত্যিই একটা হাস্যকর জায়গা। সোশ্যাল মিডিয়ায় আমি এমন খবরও দেখেছি যে, আমার নাকি আব্দুল রাজ্জাকের সঙ্গে কয়েকদিনের জন্য বিয়েও হয়ে গিয়েছিল। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। আপনার ২-৩টি সন্তান রয়েছে। আপনার জীবনের ব্যাপারে আমি কিছুই জানি না। এটা অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা।”
শুধু আব্দুল রাজ্জাকই নন, বিরাট কোহলির সঙ্গেও তামান্নার নাম জড়ানোর গুজব ছড়িয়েছিল। এই বিষয়ে তিনি বলেন, “এই ধরনের গুজব সত্যিই আমার খুব খারাপ লাগে। বিরাটের সঙ্গে আমার মাত্র একবার দেখা হয়েছিল। এরপর আর কখনো তার সঙ্গে দেখা হয়নি।”
তিনি আরও যোগ করেন, “এ ধরনের ঘটনাগুলো আমার কাছে খুব অদ্ভুত লাগে। অনেক সময় সংবাদমাধ্যমও এই গুজবগুলোকে হাওয়া দেয়। এমন একজন মানুষের সঙ্গে আমার নাম জড়ানো হয়, যার সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই। তবে এই ব্যাপারগুলো তো আর আমার হাতে নেই।”
তামান্না আরও বলেন, “আমি নির্দিষ্ট সময় পর পর নিজেকে গুগল করতে ভালোবাসি। দর্শকরা আমাকে নিয়ে কী ভাবছেন, সেটা জানার চেষ্টা করি। একজন অভিনেত্রী হিসেবে লোকজন আমাকে নিয়ে কী ভাবে, সেটা জানা উচিত।”