বিশ্বকাপের সেমিফাইনাল, বাংলাদেশ-ভারত লড়াইসহ চারটি ম্যাচের আয়োজনের পরিকল্পনা ছিল চিন্নাস্বামীতে। তবে সব ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। মেগা টুর্নামেন্টে পাকিস্তান নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকার কলম্বোতে খেলবে। ফাইনালে না উঠলে সেই ম্যাচও বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল, কিন্তু এখন তা পাতিল স্টেডিয়ামে স্থানান্তরিত হয়েছে।
চিন্নাস্বামীতে ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলংকার উদ্বোধনী ম্যাচ, ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত ও ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচিতে উদ্বোধনী ও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ এখন গুয়াহাটিতে, যা আগে নাভি মুম্বাইয়ে হওয়ার পরিকল্পনা ছিল। ১১ অক্টোবর ইংল্যান্ড-শ্রীলংকা ম্যাচ গুয়াহাটি থেকে কলম্বোতে সরানো হয়েছে।
নাভি মুম্বাইয়ে এখন ২৩ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড ও ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত ম্যাচ অনুষ্ঠিত হবে। নারী বিশ্বকাপের ত্রয়োদশ আসর আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে।