গত সোমবার (১৮ আগস্ট) ব্রাজিলিয়ান লিগ সিরি আ’র ম্যাচে ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছে নেইমারের দল সান্তোস। এই হার নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে।
ম্যাচ শেষে আবেগ সামলাতে না পেরে মাঠে বসেই কাঁদতে শুরু করেন ব্রাজিলের এই তারকা ফুটবলার নেইমার দ্য সিলভা জুনিয়র। কয়েকজন এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তবে ম্যাচে সান্তোস কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি।
পরাজয়ের ঘণ্টাখানেক পরই সান্তোসের কোচকে বরখাস্ত করা হয়। এই হারে ক্ষুব্ধ ক্লাবটির সমর্থকরা ক্লাবের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ক্লাব কর্তাদের পদত্যাগের দাবি জানান।
নেইমারসহ অন্যান্য খেলোয়াড়রা সমর্থকদের মুখোমুখি হন। সমর্থকরা ৩৩ বছর বয়সি নেইমারকে উদ্দেশ্য করে বলেন, “আপনি কাঁদলে দলের মনোবল কোথায় থাকবে?” তারা খেলোয়াড়দের উদ্দেশ্য করে আরও বলেন, “আপনাদের গালে চড় মারা উচিত।”
নেইমার শান্তভাবে সমর্থকদের উত্তর দেন। তিনি বলেন, “আমি খুব হতাশ। আপনাদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার রয়েছে। তবে হিংসাত্মক কিছু করবেন না। আমাদের অপমান করুন, আমরা নিজেরাও লজ্জিত। আমার ক্যারিয়ারে এত খারাপ অবস্থার মধ্যে কখনও যাইনি।”