বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে স্পট ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে পৌঁছেনি। তবে গণমাধ্যমে প্রকাশিত খবরে একাধিক ফ্র্যাঞ্চাইজির জড়িত থাকার তথ্য উঠে এসেছে। অভিযুক্ত দলের তালিকায় রয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসও।
এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকা ক্যাপিটালস ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানায়,
“সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে কথিত স্পট ফিক্সিংয়ে ঢাকা ক্যাপিটালসসহ আরও দুইটি ফ্র্যাঞ্চাইজির সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত বলা হলেও, একই প্রতিবেদনের পরবর্তী লাইনে উল্লেখ করা হয়েছে যে অধিকতর তদন্তে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের ফ্র্যাঞ্চাইজি না দেওয়ার সুপারিশ থাকবে।”
বিবৃতিতে আরও বলা হয়,
“আমাদের কাছে এটি স্পষ্ট যে, অভিযোগটি এখনও প্রমাণিত নয়। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে কোনো ফ্র্যাঞ্চাইজিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। আমরা শুরু থেকেই বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং তারা যখন যে তথ্য চেয়েছেন, তা সবসময় সরবরাহ করেছি। তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব।”
বিপিএলের গত আসরে ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরে যাওয়া ঢাকা ক্যাপিটালস আরও জানায়,
“আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্ট জানিয়েছি যে, যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে আমরা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব। কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো আমাদের ও আমাদের পার্টনারদের জন্য গভীরভাবে সম্মানহানিকর।”
বিবৃতির শেষে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে,
“স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তি পর্যায়ের বিষয়, কোনো ক্রিকেটার এর সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে আমাদের পূর্ব থেকে জানার সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আমরা সততা, স্বচ্ছতা এবং ফেয়ার প্লেতে বিশ্বাসী। তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ, একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেব।”