সিরিজের প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে বিদায়ের শঙ্কায় থাকা বাংলাদেশ আজ ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৭২ রান। দলের হয়ে আফিফ হোসেন ৪০ বলে ৪১ রান করেন। নুরুল হাসান সোহান খেলেন ২৩ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস।
১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানেই থামে নর্দান টেরিটোরির ইনিংস। শুরুতেই দারুণ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র ৪ রান করা জেক ওয়েদারল্যান্ডকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপর রিপন মন্ডল ফেরান অভিজ্ঞ ওপেনার ডি’আর্চি শটকে। স্যাম এল্ডারকেও দ্রুত বিদায় করেন এই বাঁহাতি পেসার।
২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নর্দান টেরিটোরি। সেখান থেকে কনর কেরল ও জর্ডান সিল্ক দলকে টেনে তোলার চেষ্টা করেন। মাঝের ওভারে দুজনেই ভালো খেললেও কেউই ফিফটি স্পর্শ করতে পারেননি। সিল্ক-কনর আউট হওয়ার পর আর কেউই প্রতিরোধ গড়তে পারেনি।
শেষ পর্যন্ত বাংলাদেশ এ দল ম্যাচটি জিতে নেয় ২২ রানের ব্যবধানে, যা তাদের সিরিজে টিকে থাকার আশা জিইয়ে রাখল।