তবে দলের তিন ফুটবলার—রিমন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও মজিবর রহমান জনি—ঢাকা থেকে দলের সঙ্গে যাননি। তারা বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন। ম্যাচ শেষে কাতার হয়ে সরাসরি বাহরাইনে গিয়ে দলের সঙ্গে যোগ দেন তারা।
দলের ম্যানেজার শাহিন হাসান জানান, বাহরাইনে ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই পা রেখেছে দল। কোচ টিটু চান, এখানেই এশিয়ান কাপ বাছাইপর্বের সেরা প্রস্তুতি সম্পন্ন হোক।
আগামী ১-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের খেলা। সি গ্রুপে থাকা বাংলাদেশ খেলবে স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরের বিপক্ষে।
বাছাইপর্বের আগে বাহরাইনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ—আগামী ১৮ ও ২২ আগস্ট।