ক্লাবের ফুটবল টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, স্থায়ী সদস্যদের কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছেন ক্লাবের কর্মকর্তা ইমতিয়াজ সুলতান জনি। গত ৬ আগস্ট ইস্যু করা এই চিঠিতে আর্থিক সহায়তার জন্য জরুরি আবেদন জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, “বর্তমানে ২০২৫-২৬ মৌসুমের ফুটবল দলবদল চলমান। দেশি-বিদেশি খেলোয়াড়দের দলভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। আগামী ১৫ আগস্ট দলবদলের শেষ দিন। কিন্তু দেশের সাম্প্রতিক সার্বিক পরিস্থিতির কারণে ক্লাব আপৎকালীন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ক্লাবের দৈনন্দিন কার্যক্রম কোনোরকমে চলছে। দেশি-বিদেশি খেলোয়াড়দের জন্য এ মাসেই প্রায় দুই কোটি টাকার প্রয়োজন, যা না হলে ফুটবল দল গঠন করা অসম্ভব হয়ে পড়বে।”
চিঠিতে আরও বলা হয়, “খেলোয়াড়দের চুক্তিভুক্ত করতে এবং তাদের পাওনা পরিশোধে আমরা সাময়িকভাবে গুরুতর আর্থিক সংকটের সম্মুখীন। আমাদের গৌরবময় ক্লাবের সদস্য হিসেবে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য। আগামী ১৪ আগস্টের মধ্যে দেশি-বিদেশি খেলোয়াড়দের অর্থ অগ্রিম পরিশোধ না করতে পারলে দল গঠন ও ক্যাম্প শুরু করা অনিশ্চয়তার মধ্যে পড়বে।”
মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই দুর্দশা দেখে ক্লাবের সমর্থক ও স্থায়ী সদস্যদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। অনেকেই মনে করছেন, ক্লাবের গৌরবময় ঐতিহ্য রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা এখন সময়ের দাবি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, স্থায়ী সদস্যদের সহায়তায় এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তারা আশাবাদী।