রোববার (১০ আগস্ট) মালি থেকে ফিরেই বিকালে জাতীয় স্টেডিয়ামে আবাহনীর অনুশীলনে যোগ দেন দিয়াবাতে। এই প্রথম তিনি আকাশি-হলুদ জার্সিতে অনুশীলন করেছেন। আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচকে সামনে রেখে মোহামেডান থেকে এই তারকা ফরোয়ার্ডকে দলে টেনেছে আবাহনী। আগামী মঙ্গলবার (১২ আগস্ট) কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে মাঠে নামবে আবাহনী।
২০১৮-১৯ মৌসুমে মোহামেডানে যোগ দিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চলতি বছর মোহামেডানের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৬ ম্যাচে ১৯ গোল করে দলের শিরোপা জয়ের অন্যতম চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হন দিয়াবাতে। এছাড়া ২০২০-২১ মৌসুমে ২১ গোল করে বিপিএলের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন তিনি।
২০২৩ সালের ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে দিয়াবাতে একাই চার গোল করে মোহামেডানকে ৪-৪ গোলে সমতায় ফেরান। পরে টাইব্রেকারে জয় তুলে নেয় মোহামেডান। পাঁচ মৌসুম ধরে মোহামেডানের আক্রমণভাগের মূল ভরসা ও অধিনায়ক ছিলেন এই মালিয়ান তারকা। বিপিএলে মোহামেডানের হয়ে ১১২ ম্যাচে ৯৬ গোল ও ৩০টি অ্যাসিস্টের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন।
এবার আবাহনীতে যোগ দিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন দিয়াবাতে। তার এই স্থানান্তর আবাহনীর আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সমর্থকরা। এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনীর পথচলায় দিয়াবাতের অভিজ্ঞতা ও দক্ষতা কীভাবে কাজে লাগে, সেটাই এখন দেখার বিষয়।