২০১৭ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বিয়ের পরের বছর অভিনেত্রী নেহা ধুপিয়ার একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে এসে এই দম্পতির উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন স্পিনার হরভজন সিং।
বিয়ের পর আনুশকা অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেছেন। অনেকেই অপেক্ষায় ছিলেন তার অভিনীত ‘চাকদহ এক্সপ্রেস’ সিনেমা দেখার জন্য, কিন্তু সেই সিনেমার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
অনেকের কাছে আনুশকা ও বিরাট আদর্শ দম্পতি। তবে তাদের সম্পর্কও কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। সাবেক ক্রিকেটার হরভজন সিং জানান, তাদের দাম্পত্যেও একসময় চিড় ধরেছিল। সেই সময়ে তিনি তাদের বোঝান, কঠিন সময়ে একে অপরের পাশে থাকতে হবে।
হরভজন সিং আনুশকা ও বিরাটের উদ্দেশে বলেছিলেন, “সম্পর্কে কঠিন সময় এলে তা সহ্য করতে হবে। একে অপরের পাশে দাঁড়াতে হবে। যত বেশি একে অপরকে বুঝতে পারবে, ততই তোমাদের জন্য ভালো হবে।”