বৃহস্পতিবার ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা পর রোনালদো সামাজিক মাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তায় প্রতিক্রিয়া জানান, ‘নিজেকে তাড়া করো। আরও অনেক কিছু করার আছে।’ এরপর মাঠে নেমে দুর্দান্ত এক হ্যাটট্রিকে উপেক্ষার জবাব দেন আল নাসরের অধিনায়ক। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে পর্তুগালের শীর্ষ লিগের ক্লাব রিও অ্যাভেকে তাদের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দেয় আল নাসর। ৪৪, ৬৩ ও ৬৮ মিনিটে টানা তিন গোল করে রোনালদো সৌদি ফুটবলের মান বুঝিয়ে দেন স্বদেশি ক্লাবকে।
একই রাতে মিউনিখে আরেক প্রীতি ম্যাচে প্রথমবারের মতো নিজের সাবেক ক্লাব টটেনহামের মুখোমুখি হন হ্যারি কেইন। দারুণ এক গোলে বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন এই ইংলিশ ফরোয়ার্ড, যদিও পরে তিনি একটি পেনালটি মিস করেন। শেষ পর্যন্ত বায়ার্ন ৪-০ গোলের সহজ জয় পায়।