ফাইনালের আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেও ঝড়ো সেঞ্চুরি করেছিলেন ডি ভিলিয়ার্স। তার এই অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকা শিরোপা জিতেছে, আর ডি ভিলিয়ার্স নিজের দখলে নিয়েছেন প্রায় সব ব্যক্তিগত পুরস্কার।
তার তৃতীয় সেঞ্চুরির মাধ্যমে দলকে শিরোপা জেতানোর পর ফাইনাল সেরা নির্বাচিত হয়েছেন ডি ভিলিয়ার্স। এছাড়াও তিনি জিতেছেন ‘মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ’, ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এবং ‘গেম চেঞ্জার অব দ্য ম্যাচ’ পুরস্কার। অর্থাৎ, এক ম্যাচেই চারটি পুরস্কার নিজের নামে করেছেন তিনি। ফাইনালে একমাত্র ব্যক্তিগত পুরস্কার যেটি তিনি পাননি, সেটি হলো পাকিস্তানের শারজিলের পাওয়া ‘ফ্যান ফ্যাবারিট লিজেন্ড’।
টুর্নামেন্টে সর্বোচ্চ ৪৩১ রান ও তিনটি সেঞ্চুরির দৌলতে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারও জিতেছেন ডি ভিলিয়ার্স। তার এই অসাধারণ পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তাকে টুর্নামেন্টের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।