রুট এদিন টেস্টে নিজের ৩৯তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫৭তম সেঞ্চুরি হাঁকান। তবে তার চেয়েও বড় কীর্তি হলো—তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে ২৮ রানে পৌঁছান রুট। এই শটের মাধ্যমেই তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রানের ঘরে পা রাখেন। প্রথম ইনিংসে ২৯ রান করা রুটের এই রেকর্ড গড়তে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র ২৫ রান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এখন পর্যন্ত রুটই একমাত্র ব্যাটসম্যান যিনি এই মাইলফলক ছুঁয়েছেন। এটি ছিল তার ৬৯তম ডব্লিউটিসি ম্যাচ। তার এই অসাধারণ রানে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি, যেখানে ব্যাটিং গড় ৫২-এরও বেশি।
এছাড়া চলমান ভারত সিরিজে আরও কিছু ব্যক্তিগত অর্জন যুক্ত হয়েছে রুটের ঝুলিতে। ম্যানচেস্টার টেস্টে তিনি রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। একইসঙ্গে কুমার সাঙ্গাকারার ৩৮টি সেঞ্চুরির পাশে নিজের নাম বসিয়ে হয়েছেন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করা ব্যাটার।
জো রুটের এই ব্যাটিং ফর্ম শুধু ইংল্যান্ড দল নয়, বিশ্ব ক্রিকেটপ্রেমীদের কাছেও দারুণ এক উপভোগ্য অধ্যায় হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, তিনি আরও কত রেকর্ড নিজের করে নেন।