ওভাল টেস্টে ইংল্যান্ড যেন ভারতীয় বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই তারা তুলে নিয়েছে ১ উইকেটে ১০৯ রান, মাত্র ১৬ ওভারেই! ভারতের প্রথম ইনিংসে যেখানে ২৫টি চার থাকলেও কোনো ছক্কা ছিল না, সেখানে ইংল্যান্ড ব্যাট করতে নেমেই ২১টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিয়েছে—তারা খেলছে ‘বাজবল’ স্টাইলে।
ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৬৯.৪ ওভারে ২২৪ রানেই। এর পরই ইংল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম সেশনেই দাপট দেখায়। দলীয় ১০০ রান পূর্ণ করে মাত্র ১৪.৫ ওভারে, যা ভারতের বিপক্ষে টেস্টে তৃতীয় দ্রুততম শতরান। এর চেয়ে দ্রুত আগে ১০০ তুলেছিল ২০১১ সালে অস্ট্রেলিয়া (১৪ ওভার) এবং ২০০৭ সালে বাংলাদেশ (১৪.১ ওভার, মিরপুরে)।
জ্যাক ক্রলি মাত্র ৪৩ বলে ৫২ রানে অপরাজিত থাকেন, যা তাঁর টেস্ট ক্যারিয়ারের ১৯তম ফিফটি এবং এই সিরিজে তৃতীয়। আরেক ওপেনার বেন ডাকেট ৩৮ বলে ৪৩ রান করে আকাশ দীপের বলে রিভার্স স্কুপ খেলতে গিয়ে আউট হন। যদিও এর আগে আকাশ দীপেরই বলে একই শটে একটি ছক্কা মেরেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে ইনিংসের শুরুতেই এমন রিভার্স স্কুপ বিরল ঘটনা। তাঁর আগে শুধু অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাস এমন শট খেলেছিলেন, গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে।
ভারতীয় বোলারদের পারফরম্যান্স ছিল বেশ বিবর্ণ। বুমরাহর অনুপস্থিতিতে বোলিং আক্রমণ ছিল একেবারে ধারহীন।
-
প্রসিধ কৃষ্ণা ৫ ওভারে ৩১ রান দিয়ে তুলনামূলকভাবে সাশ্রয়ী হলেও,
-
আকাশ দীপ ৭ ওভারে ৪৬ রান দিয়ে একটি উইকেট নেন।
-
মোহাম্মদ সিরাজ ৪ ওভারে দেন ৩১ রান।
ওভাল টেস্টে দ্বিতীয় দিনেই চাপে পড়ে গেছে ভারত। বোলিং আক্রমণের ধারহীনতা ও ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিং স্টাইল ম্যাচের গতি একেবারেই ইংলিশদের দিকে ঘুরিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ভারত ঘুরে দাঁড়াতে পারে কি না।