টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। নেপালকে ৩২ রানে হারিয়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ গড়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জিশান। এছাড়া আফিফ হোসেন অপরাজিত ৪৮ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে নেপাল ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের বেশি তুলতে পারেনি। বাংলাদেশের বোলারদের দাপটে নেপালের ব্যাটিং লাইনআপ ধরাশায়ী হয়। নতুন বলে হাসান মাহমুদ ও রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার প্লেতেই দুই উইকেট হারায় নেপাল। মাঝের ওভারে স্পিনার রকিবুল হাসানের ঘূর্ণিতে নেপাল আরও চাপে পড়ে। একাই ৩ উইকেট শিকার করেন রকিবুল।
বাংলাদেশের ব্যাটিংয়ে দুই ওপেনার দলকে দিয়েছেন দুর্দান্ত শুরু। বিশেষ করে জিশানের বিধ্বংসী ব্যাটিং নেপালি বোলারদের জন্য ছিল দুঃস্বপ্ন। ৪৫ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, চার নম্বরে ব্যাট করতে নেমে আফিফ হোসেন ২৩ বলে অপরাজিত ৪৮ রানের দারুণ ইনিংস খেলেন।
প্রসঙ্গত, টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ পাকিস্তান শাহীনসের কাছে ৭৯ রানে পরাজিত হয়েছিল। তবে এই জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল, যা সিরিজে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।