বাংলাদেশের নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাসহ সাফজয়ী ফুটবলাররা এখনও পাননি তাদের প্রাপ্য দেড় কোটি টাকার প্রাইজমানি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রায় এক বছর আগে এই পুরস্কারের ঘোষণা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। এই অর্থ কবে নাগাদ ফুটবলারদের হাতে পৌঁছাবে, তারও কোনো সুনির্দিষ্ট খবর নেই।
মাত্র ১৫ বছর আগে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ার সর্বোচ্চ আসরে পৌঁছে গেছে। এই দলের হাত ধরে বাংলাদেশ এখন বিশ্বকাপ ও অলিম্পিকের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণের স্বপ্ন দেখছে। কিন্তু তাদের এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ঘোষিত পুরস্কারের অর্থ এখনও তাদের হাতে পৌঁছায়নি।
বাফুফে সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল। কিন্তু প্রায় এক বছর পেরিয়ে গেলেও সেই ঘোষণা শুধুই কথার কথা হয়ে রয়েছে। অথচ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-সহ অন্যান্য প্রতিষ্ঠান যারা পুরস্কার ঘোষণা করেছিল, তারা অনেক আগেই তাদের প্রতিশ্রুত অর্থ ফুটবলারদের হাতে তুলে দিয়েছে।
নারী ফুটবলারদের এই অসামান্য সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। কিন্তু বাফুফের এই বিলম্ব তাদের প্রতি অবিচার বলে মনে করছেন অনেকে। ফুটবলপ্রেমীদের প্রশ্ন—যারা সবার আগে পুরস্কার বুঝিয়ে দেওয়ার কথা, তারাই কেন ঘোষণা দিয়ে নিশ্চুপ? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।