ব্রাজিলের নারী ফুটসাল দল কলম্বিয়াকে ২-০ গোলে পরাজিত করে আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতেছে। সোমবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত ফাইনালে সিমিওনে এবং এমিল্লির গোলে তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে ব্রাজিল।
ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের নারীরা আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে। বল দখল ও গোলের সুযোগ তৈরিতে তারা একচেটিয়া নিয়ন্ত্রণ দেখায়। তবে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। গোলশূন্য স্কোরলাইন ধরে রাখতে কলম্বিয়ার গোলরক্ষক পাওলা ভ্যালেন্সিয়ার দুর্দান্ত কয়েকটি সেভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। বক্সের প্রান্তে ফাঁকা জায়গায় বল পেয়ে সিমিওনে বাঁ পায়ে দারুণ এক শট নেন, যা সরাসরি জালে জড়ায়। এতে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের শেষ দিকে আমানদিনহার নিখুঁত পাস থেকে এমিল্লি দ্বিতীয় গোল করে স্কোরলাইন ২-০ করেন। এরপর আর কোনো গোল না হলে ব্রাজিল শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্টে শিরোপা জিতল ব্রাজিলের নারী ফুটসাল দল।