বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মতিঝিলে তাদের নিজস্ব সুরম্য ভবন থাকা সত্ত্বেও নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে অনেক দূরে, তিনশো ফিট সংলগ্ন ‘দ্য ম্যাড ফার্ম’ নামের একটি রিসোর্টে। গতকাল শনিবার (২৩ আগস্ট) দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়। তবে কেন এই সভা ফেডারেশন ভবনের পরিবর্তে রিসোর্টে হলো, তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
লাখ লাখ টাকা ব্যয়ে আয়োজিত এই সভা থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসেনি। শুধুমাত্র নারী ফুটবল দলের কিছু সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েই সভার সমাপ্তি ঘটে। এই ঘটনা ফুটবলাঙ্গনে সমালোচনার জন্ম দিয়েছে, অনেকে এটিকে ‘পিকনিকের আমেজে’ সভা বলে টিপ্পনী কেটেছেন।
এদিকে, নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের প্রায় এক বছর পেরিয়ে গেলেও প্রতিশ্রুত ১.৫ কোটি টাকার পুরস্কার এখনো বিতরণ করেনি বাফুফে। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, “আমাদের মেয়েরা এখন ভুটানের লিগে আছে। ভুটান থেকে তারা লাওসে খেলতে গিয়েছে। দেশে ফিরলে তাদের সঙ্গে আলোচনা করে পুরস্কার বুঝিয়ে দেওয়া হবে।”
আমিরুল আরও জানান, বাফুফে নারী ফুটবল দলকে বিদেশে খেলানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, “আমাদের কোচ এখন বিদেশে আছেন। তিনি ফিরলে মেয়েদের নিয়ে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিদেশে অনুশীলনের জন্য সুন্দর পরিসর তৈরি করা হবে, এবং দুটি প্র্যাকটিস ম্যাচও নিশ্চিত হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
তবে এই সভায় ফুটবলের অগ্রগতির জন্য কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়ায় সমালোচনা আরও জোরালো হয়েছে। ফেডারেশনের কর্মকর্তারা সভার আড়ালে রিসোর্টে পিকনিকের আমেজে সময় কাটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা বাফুফের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে।